Son Killed Mother: বাঁকুড়ায় ছেলের হাতে 'খুন' মা - Son Killed Mother at Chhatna
🎬 Watch Now: Feature Video
হাতুড়ি ও ছুরি দিয়ে মাথায় আঘাত করে মাকে 'খুন' করল ছেলে (Son Killed Mother at Chhatna)! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনার 2 নম্বর অঞ্চলের চন্ডিদাস পল্লী এলাকায়। গতকাল রাত্রে ছাতনা থানার পুলিশ দরজা ভেঙ্গে মৃত বন্দনা মণ্ডলের (55) নিথর দেহ উদ্ধার করে। সে সময় ঘরেই ছিল ছেলে ৷ এই কারণেই পরিবারার দাবি বন্দনাকে খুন করেছে তাঁর ছেলেই ৷ অন্যদিনের মতোই বিকেলে তাঁর স্বামী স্বপন মণ্ডল বাজারে বেরিয়েছিলেন ৷ রাত্রি 8টা নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন দরজা-জানালা সব ভিতর থেকে বন্ধ ৷ দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া-শব্দ না এলে স্বপনবাবু তাঁর আত্মীয়দের নিয়ে ছাতনা থানায় যান ও পুলিশ চন্ডিদাস পল্লীর ওই বাড়িতে এসে দরজা ভেঙে বন্দনা দেবীর নিথর দেহ উদ্ধার করে। অভিযুক্ত ছেলের ফাঁসির দাবি করেছেন বন্দনা দেবীর স্বামী। পরে ছেলেকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।
Last Updated : Jul 31, 2022, 5:50 PM IST