SMP Election 2022: ফাঁসিদেওয়ার ভোটে সংঘর্ষ, পরস্পরকে দোষারোপ তৃণমূল ও নির্দল প্রার্থীর - শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 26, 2022, 12:18 PM IST

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে (SMP Election 2022) ফাঁসিদেওয়া ব্লকে সকাল থেকেই উত্তেজনা (TMC and Independent Candidate accuse each other for Phansidewa incident) ৷ যে ঘটনায় প্রধান প্রতিপক্ষ নির্দল প্রার্থী তথা ভাইপোর বিরুদ্ধে অশান্তির অভিযোগ করলেন ফাঁসিদেওয়া 8 নম্বর আসনের তৃণমূল প্রার্থী আইনুল হক ৷ তাঁর অভিযোগ, নির্দলপ্রার্থী আখতার আলি এবং তাঁর লোকজনই ফাঁসিদেওয়া ব্লকের তিনটি গ্রামপঞ্চায়েত মুড়িখাওয়া, তুফানডাঙ্গি ও চটহাটে অশান্তি করেছে ৷ যদিও, সেই অভিযোগ খারিজ করেছেন নির্দল প্রার্থী আখতার আলি ৷ তিনি পাল্টা অভিযোগ করেছেন, তৃণমূলের লোকজন তাঁর এজেন্টদের বুথে বসতে বাধা দিয়েছেন ৷ তার প্রতিবাদ করলে সংঘর্ষ শুরু হয় দু’তরফে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.