Street Food Vendors in Kolkata : করোনা কালে পেটের টান সত্ত্বেও পেশা বদলাতে পারেননি স্ট্রিট ফুড ব্যবসায়ীরা - করোনা কালে পেটের টান সত্ত্বেও পেশা বদলাতে পারেননি স্ট্রিট ফুড ব্যবসায়ীরা
🎬 Watch Now: Feature Video
হাতছানি দিচ্ছে করোনার নতুন ঢেউ। শোনা যাচ্ছে জুলাই নাগাদ ফের আগমন ঘটতে পারে তার। সবে মাত্র তৃতীয় ঢেউের পর চেনা ছন্দে ফিরেছে জনজীবন। ভিড় জমছে রাস্তার ধারের খাবারের দোকানগুলিতে। ক'দিন আগেও কী অবস্থা ছিল স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ? ধৈর্য ধরেছিলেন সুদিন ফেরার আশায় নাকি বদলে ফেলেছিলেন পেশা ? কী হবে তাঁদের আবার সেই অভিশপ্ত দিন ফিরে এলে ? কিছু ভেবেছেন তাঁরা সেই দিনের জন্য ? নিজেদের পরিস্থিতির কথা খুলে বললেন তাঁরা (Street Food Vendors Open Up About Their Current Situation)৷
Last Updated : Apr 27, 2022, 4:14 PM IST