‘‘ভোটের পরেও আসবেন তো ?‘‘ নাম না করে ফিরহাদদের কটাক্ষ শুভেন্দুর
🎬 Watch Now: Feature Video
"খুব ভালো লাগছে ৷ 13 বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে ৷ ভোটের আগে এসেছেন, ভোটের পর আসবেন তো ?" এই ভাষাতেই নন্দীগ্রামে তৃণমূলের সভাকে নাম না করে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এমনই মত রাজনৈতিক মহলের ৷ আজ সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ ভোটের আগে নন্দীগ্রামে এসেছেন ৷ ভোটের পরেও আসবেন তো ? 7 জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো ?’’