Shootout at Park Street: পার্ক স্ট্রিটে গুলি চালনার ঘটনায় ধৃত অভিযুক্ত জওয়ান, চলছে কারণ জানার চেষ্টা - Shootout at Park Street cisf barrack

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 6, 2022, 11:06 PM IST

শনিবার ভর সন্ধ্যায় শহর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট সাক্ষী থাকল এলোপাথাড়ি গুলি চালনার (Shootout at Park Street) ৷ জাদুঘরের কাছে সিআইএসএফ ব্যারাকে এদিন সন্ধ্যা সাড়ে 6 টা নাগাদ গুলি চলে ৷ জানা গিয়েছে, অক্ষয়কুমার মিশ্র নামে এক সিআইএসএফ জওয়ান একে-47 বন্দুক দিয়ে তাঁর সহকর্মীদের উপর গুলি চালান ৷ 20-30 রাউন্ড গুলি চলেছে বলে অনুমান ৷ এই ঘটনায় রঞ্জিত সারেঙ্গি নামে এক জওয়ানের মৃত্যু হয়েছেন ৷ আহত হয়েছেন সুবীর ঘোষ নামে আরেক জওয়ান ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.