Chitrakote Waterfalls : দেশের মিনি নায়াগ্রা জলপ্রপাতে চলছে শুটিং, দেখুন ভিডিয়ো - Chitrakote Waterfalls
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15279538-thumbnail-3x2-cht.jpg)
বন্দুক ও বোমার শব্দে ভরা ছত্তিশগড়ের বস্তারে বলিউড ছবির শুটিং চলছে (Shooting of web series at Chitrakot Waterfall) ৷ দেশের মিনি নায়াগ্রা নামে এই বস্তারের চিত্রকোট জলপ্রপাতে চলছে হিন্দি ওয়েব সিরিজের শুটিং। চিত্রকোট জলপ্রপাতের যা সৌন্দর্য সে কারণেই বলিউডের পরিচালক এখানে পাড়ি দিয়েছেন ৷ শুটিংয়ে রয়েছেন সুপরিচিত অভিনেতারা। অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল, নকুল সহদেব, আশিস বিদ্যার্থীরা বেশ মনোযাগ দিয়ে কাজ করছেন ৷ করবেন নাই না কেন ! যা অপরূপ দৃশ্য! লাইট- ক্যামেরা-অ্যাক্সন বলা মাত্রই চারিদিকে বন্দুকের আওয়াজ আর অভিনেতারাও সেইসঙ্গে রেডি ৷ এই প্রথমবার এই বস্তারের চিত্রকোট জলপ্রপাতে কোনও ওয়েব সিরিজের শুটিং হচ্ছে । ওয়েব সিরিজের নাম 'আর ইয়া পার'। তিন দিন ধরে চলছে ছবিটির শুটিং। শুটিংয়ের কারণে প্রশাসনের পক্ষ থেকে চিত্রকোট কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।