Shantanu Thakur at Hanskhali : হাঁসখালিতে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন শান্তনু - Shantanu Thakur demands CM resignation at Hanskhali
🎬 Watch Now: Feature Video
"পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত সবার আগে । বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হল আর মুখ্যমন্ত্রী নাটক করছেন।" বুধবার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মতুয়া সংঘাতিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur demands CM resignation at Hanskhali) ৷ তিনি আরও বলেন, "ঘটনায় সিবিআই তদন্ত তো হবেই, কিন্তু বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপর এমন নক্কারজনক ঘটনার শেষ দেখে ছাড়ব ৷
TAGGED:
Shantanu Thakur at Hanskhali