Car Accident In Kulpi : বছরের প্রথম সকালে কুলপিতে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত কমপক্ষে 15
🎬 Watch Now: Feature Video
বর্ষবরণের আনন্দ পরিণত হল বিষাদে। বছরের প্রথমদিন বনভোজন করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পিকনিক পার্টির গাড়ি। কুলপি থানা এলাকার এই দুর্ঘটনায় গুরুতর জখম অন্ততপক্ষে 15 জন (15 injured in a car accident in Kulpi)। আচমকা সামনে চলে আসা এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে। আহতদের উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতলে ভর্তি করানো হয়। এর মধ্যে 4 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
TAGGED:
Car Accident In Kulpi