Daspur Cylinder Blast: রথের মেলায় গ্য়াস বেলুন ফোলাতে গিয়ে ফাটলো সিলিন্ডার, জখম 2 শিশু-সহ 7 - বিস্ফোরণ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 10, 2022, 2:43 PM IST

রথের মেলায় গ্যাস বেলুন ফোলানোর সময় দুর্ঘটনা ৷ সিলিন্ডার ফেটে জখম সাত ৷ আহতদের মধ্যে দু'টি শিশু ছাড়াও রয়েছেন তিনজন মহিলা ৷ উলটো রথের মেলায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তিয়রবেড়িয়া এলাকায় (Daspur Cylinder Blast) ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত 10টা নাগাদ হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা ৷ পরে বোঝা যায়, এক বেলুন বিক্রেতা গ্যাস বেলুন ফোলাচ্ছিলেন ৷ সেই সময়েই সিলিন্ডারটি ফেটে যায় ৷ আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পুণ্য়ার্থীরা ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ ৷ তবে, প্রাথমিকভাবে এই ঘটনার পিছনে কোনও অপরাধের প্রমাণ মেলেনি ৷ প্রসঙ্গত, তিয়রবেড়িয়ার এই রথের মেলা বহু পুরনো ঐতিহ্য ৷ গত দু'বছর করোনার কারণে মেলা বন্ধ ছিল ৷ এ বছর সংক্রমণের প্রকোপ কমায় ফের মেলা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.