Bombing in Raghunathpur : লিচুবাগানে গরু ঢুকে তুলকালাম, ফরাক্কায় দু'পক্ষের বোমাবাজিতে জখম 3 - ফরাক্কায় দুপক্ষের বোমাবাজিতে জখম 3
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15254688-thumbnail-3x2-flb.jpg)
লিচু বাগানে গরু ঢোকাকে কেন্দ্র করে বোমাবাজি এবং সংঘর্ষে জখম তিন ৷ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ফরাক্কা থানার রঘুনাথপুর গ্রামের লিচু বাগানে গরু চরানো নিয়ে দু'পক্ষের মারামারিতে রণক্ষেত্র এলাকা । ঘটনায় গুরুতর জখম দু'পক্ষের তিনজন । পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশবাহিনী (Sevaral injured in a bombing at Raghunathpur in Farakka) ।