Durga Puja 2022: পুরীর সৈকতে দুর্গার মুখমণ্ডল গড়লেন বালুকা শিল্পী, মা সাজলেন 12 রকমের ফলে - Padma Shri
🎬 Watch Now: Feature Video
বালির অতুলনীয় কারুকার্যে আবারও দর্শকদের মোহিত করলেন পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik) ৷ দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে পুরীর (Puri See Beach) সৈকতে গড়লেন দশভূজার মুখমণ্ডল ৷ সেই অনবদ্য শিল্পকর্মকে শিল্পী সাজিয়ে তোলেন নানা ধরনের ফল দিয়ে ৷ এর জন্য সব মিলিয়ে মোট 12 রকমের ফল ব্যবহার করেছেন তিনি ৷ প্রসঙ্গত, সুদর্শনের এমন আয়োজন নতুন কিছু নয় ৷ আগেও অসংখ্যবার বিভিন্ন সময় নানা উপলক্ষে বালিতে দেব-দেবীর মুখাবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি ৷ আর, যতবারই শিল্পী এমন ভাস্কর্য গড়েন, ততবারই তাঁর সৃষ্টি দেখতে সৈকতে ভিড় জমে যায় গুণমুগ্ধদের ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর মূর্তি গড়ে চমকে দিয়েছিলেন সুদর্শন ।
Last Updated : Oct 3, 2022, 10:10 AM IST