Baguiati Double Murder: বাগুইআটি জোড়া খুনে তৃণমূল যোগের অভিযোগ শমীক ভট্টাচার্যের - বাগুইআটি জোড়া খুন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 7, 2022, 8:10 PM IST

বাগুইআটি জোড়া খুনে শাসক তৃণমূলের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ৷ এ দিন বিধাননগর থানার সামনে বিজেপির বিক্ষোভ চলাকালীন শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, মূল অভিযুক্তরা শাসকদলের সঙ্গে যুক্ত রয়েছে (TMC Also Involve in Baguiati Double murder) ৷ তা না হলে, মৃত 2 কিশোর নিখোঁজ হওয়ার পরেই ব্যবস্থা নিত পুলিশ ৷ অভিযুক্তদের আড়াল করা হত না ৷ তৃণমূলের নির্দেশেই পুলিশ মৃত 2 কিশোরের পরিবারের সঙ্গে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন শমীক ভট্টাচার্য ৷ পাশাপাশি, বিধাননগর থানার আইসি কল্লোক ঘোষ এবং বসরিহাট মর্গের আধিকারিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র ৷ প্রসঙ্গত, এই ঘটনায় আইসি-কে প্রথমে ক্লোজ করা হলেও, পরবর্তী সময়ে সাসপেন্ড করেছেন রাজ্য পুলিশের ডিজি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.