Rudranil Ghosh: বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কথাটায় কষ্ট হয়: রুদ্রনীল ঘোষ - বাংলা সিনেমার পাশে দাঁড়ান কথাটায় কষ্ট হয়
🎬 Watch Now: Feature Video
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'আকাশ অংশত মেঘলা' ছবিতে বন্ধ কারখানার অসহায় শ্রমিক রসময়ের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ । গল্পে উঠে এসেছে বন্ধ কারখানার শ্রমিকদের দুর্দশার গল্প । কোনও রাজনৈতিক দলকে খাটো করতে বা কোনও দলকে মহান দেখাতে এই সিনেমা নয় । এই সিনেমা নিজেদেরই চেনা গন্ডির মধ্যে লুকিয়ে থাকা কোনও পূর্বসূরীর? এই ছবিতে লাল ঝান্ডা হাতে নিতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষকে । বাংলা ছবি নিয়ে সোজাসাপ্টায় মুখর হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh Shares His Thoghts on Bengali Films)।