Dussehra 2022: করোনা কাটিয়ে রাবণ দহন অনুষ্ঠানে জনজোয়ার দুর্গাপুরে - RAVAN BURNT AT DURGAPUR
🎬 Watch Now: Feature Video
করোনার কারণে দীর্ঘ 2 বছর পর ফের দুর্গাপুরে রাবণ দহন (Dussehra 2022) অনুষ্ঠান আয়োজিত হল দশমীর সন্ধ্যায় । দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে উৎসুক মানুষ এসে যোগ দেন এই অনুষ্ঠানে । দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজীব গান্ধি মেলা ময়দানে এর অনুষ্ঠান আয়োজিত হয় । এই অনুষ্ঠানকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যায়।