Railway notice to Lord Hanuman: রেলের জমিতেই অধিষ্ঠান, স্বয়ং হনুমানজী'কেই উচ্ছেদের নোটিশ কর্তৃপক্ষের
🎬 Watch Now: Feature Video
'পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই । আমি তো সেই ঘরের মালিক নই !' মালিক কে তা জানা নেই । তাই রেলের জমি দখল ক'রে হনুমান মন্দির গড়ে ওঠায় মন্দিরের গাত্রেই নোটিশ দিল রেল (Railway notice to Lord Hanuman to vacate land) । বলা হল 10 দিনের মধ্যে জমি খালি করতে । সেই নোটিশ দেওয়া হল স্বয়ং মন্দিরের মালিক, হনুমানজীর উদ্দেশ্যেই । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঝাড়খণ্ডের ধানবাদ বেকারবাঁধ এলাকায় । বেকারবাঁধ এলাকায় প্রায় তিন পুরুষ ধরে রেলের জমি দখল করে বসবাস করে আসছে বেশ কয়েকটি পরিবার । তাদের চেষ্টাতেই গড়ে উঠেছে একটি হনুমান মন্দির । রেল নিয়মমাফিক বাসিন্দাদের উচ্ছেদ করার নোটিশ দিয়েছে । নোটিশ দেওয়া হয়েছে মন্দিরের গায়েও । হনুমানজী'কে উদ্দেশ্য করে চিঠি, দশ দিনের মধ্যে জমি খালি করুন, না-হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।