Bharat Jodo Yatra: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল - কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
আজ ভারত জোড়ো যাত্রার সূচনা ৷ বুধবার সকাল 7টা নাগাদ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সমাধিস্থলে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ অন্য় নেতা, কর্মীরা ৷ ভারতকে ঐক্যবদ্ধ করার আগে বাবার সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে প্রার্থনা করতে দেখা গেল পুত্র রাহুলকে ৷ আজ দিনভর নানা অনুষ্ঠানের পর বিকেল পাঁচটা নাগাদ কন্যাকুমারী থেকে শুরু হবে 158 দিন ব্যাপী এই যাত্রা ৷ শেষ হবে জম্মু ও কাশ্মীরে (Bharat Jodo Yatra starts today) ৷