দুর্গার মতোই দেশকে রক্ষা করছে, টালা বারোয়ারির থিমে ভারতীয় সেনার অবদান - দুর্গোৎসব
🎬 Watch Now: Feature Video
টালা বারোয়ারির এবছরের থিম- ভারতীয় সেনার অবদান ৷ শতবর্ষে পদার্পণ করল এখানকার পুজো ৷ মা দুর্গার মতোই আমাদের সেনাবাহিনী দেশকে রক্ষা করছে ৷ তাদের হাতে বিভিন্ন অস্ত্র থাকা সত্ত্বেও তারা অগ্রাসন দেখায় না ৷ অন্যের জমি দখল করে না ৷ এই গল্পই ফুটে উঠেছে এবারের থিমে ৷
Last Updated : Oct 27, 2020, 10:14 AM IST