India win Boxing Day Test : সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ে হোটেল স্টাফদের সঙ্গে নাচলেন পূজারা-অশ্বিন - সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ে হোটেল স্টাফদের সঙ্গে নাচলেন পূজারা অশ্বিন
🎬 Watch Now: Feature Video
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়েছেন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা ৷ ইতিহাস গড়ার পরেই আনন্দে মাতলেন ভারতীয় দলের খেলোয়াড়েরা (Pujara Ashwin celebrate Centurion victory) ৷ হোটেল কর্মীদের সঙ্গে শরীর দোলালেন চেতেশ্বর পূজারা-রবিচন্দ্রন অশ্বিনরা ৷ ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন ভারতীয় অফস্পিনার ৷
Last Updated : Dec 31, 2021, 4:29 PM IST
TAGGED:
India win Boxing Day Test