World Environment Day : সুসজ্জিত পালকিতে এল গাছের চারা, আসানসোলে পরিবেশ দিবস পালনে অভিনবত্ব - বিশ্ব পরিবেশ দিবস এ বিশেষ শোভাযাত্রা
🎬 Watch Now: Feature Video
পালকি করে বৌ এল থুড়ি চারাগাছ এল আসানসোলের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ৷ আজ 5 জুন, ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সালানপুর থানা ৷ পাশাপাশি রুপনারায়ণপুরের ডাবর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেশকিছু পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এদিন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ওসি অমিত হাটি, রুপনারায়ারনপুর ফাঁড়ির আইসি রাহুলদেব মণ্ডল-সহ বিশিষ্ট কবি ও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য ও অন্যান্যরা (World Environment Day) ৷
TAGGED:
World Environment Day