Durga Puja 2022: ত্রিকোণ পার্কের এবারের পুজোর থিম 'কালি' - 93তম বর্ষে পর্দাপণ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16379356-thumbnail-3x2-kol.jpg)
দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকায় প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক সর্বজনীন (Pratapaditya Road Trikon Park Barowari) এবার 93তম বর্ষে পর্দাপণ করছে। এবারে তাদের দুর্গাপুজোর থিমের শিল্পী প্রদীপ্ত কর্মকার। বিষয়ভাবনা 'কালি' (Durga Puja 2022)। এই কালি, মা কালী নন ৷ গ্যারাজের কালি ঝুলি মাখা পরিবেশকে তুলে এনেছে মণ্ডপে। গ্যারেজে যাঁরা কাজ করেন তাঁদের কর্মস্থল, জীবনযাপন তুলে ধরা হচ্ছে এইবারের প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক সর্বজনীনের পুজোয়। ঢুকেই একটা তথ্যচিত্র চলবে। গত ছয় মাস ধরে গ্যারাজ কর্মীদের জীবন নিয়ে কমিটি যে সমীক্ষা করেছে সেই ছবি ফুটে উঠবে তথ্যচিত্রে। আলোর খেলা থাকছে। আর মা দুর্গা লরির উপর থাকছেন। লরিটাও একটা পরিবহণ যান। যা থমকে গেলে গ্যারেজে আনতে হয় ও সেখানেই সারানো হয়। 600-700 টিন, লোহার কাঠামো দিয়ে তৈরি 25 ফুট উচ্চতার এই মণ্ডপ তৈরি। যা ছড়িয়ে থাকবে 1400 বর্গফুট এলাকা জুড়ে ৷