Uttaran Camp In Bankura: বাঁকুড়া জেলা পুলিশের উদ্য়ােগে উত্তরণ কর্মসূচি - Uttaran Camp In Bankura
🎬 Watch Now: Feature Video
উত্তরণ কর্মসূচির মাধ্যমে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে নজির গড়ল বাঁকুড়া জেলা পুলিশ (Uttaran Camp In Bankura)। একটা সময় বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রাম সবার কাছে অন্যভাবে খ্যাত ছিল ৷ এই গ্রামের ছেলে, মেয়েরা একটা সময় পড়াশোনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই গ্রামের চিন্তাধারার অনেকটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ধারাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলা পুলিশ এই গ্রামেও উত্তরণ কর্মসূচি শুরু করল । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব পাল-সহ একাধিক পুলিশকর্তা। এদিন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ইচ্ছের কথা শোনার পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন। ছাত্রছাত্রীরা এই ধরনের সুযোগ পেয়ে বেজায় খুশি ৷ পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।