Ganja Smuggling : 38 কিলোগ্রাম গাঁজা-সহ গ্রেফতার তিন পাচারকারী - পাঁশকুড়ায় গাঁজা পাচার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 10, 2021, 8:48 PM IST

গাঁজা পাচারের (Ganja Smuggling) অভিযোগে গ্রেফতার এক মহিলা-সহ তিন (Arrest Three including One Woman) ৷ ধৃতদের কাছ থেকে 38 কিলোগ্রাম গাঁজা উদ্ধার (Ganja Recover) করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকার কনকপুর মোড়ে ৷ ওড়িশা থেকে কলকাতায় গাঁজা পাচারের খবর আগেই পেয়েছিল পুলিশ ৷ সেই অনুযায়ী চলছিল নাকাচেকিং ৷ কনকপুর মোড়ে চারচাকার একটি ছোটগাড়ি আটকায় পুলিশ ৷ গাড়িতে তল্লাশি চালিয় মেলে তিন ব্যাগ ৷ সেগুলি খুলতেই গাঁজার সন্ধান মেলে ৷ গ্রেফতার করা হয় গাড়ির তিন সওয়ারিকে ৷ ধৃতরা হলেন মঞ্জু পাল (57), বাপন মুন্সি (33) এবং শেখ রফিকুল আলি (36) ৷ শুক্রবার ধৃতদের তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক সকলকেই 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.