Jagaddal Shootout Case: জগদ্দলে খুনের ঘটনায় গ্রেফতার 1, করা হবে টিআই প্যারেড - Barrackpore Police Commissioner Ajay Thakur
🎬 Watch Now: Feature Video
জগদ্দলে রিজওয়ান আলি নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ (One Suspect Arrested in Jagaddal Shootout Case by Barrackpore Police) ৷ ধৃতের নাম কালুয়া ওরফে রিয়াজউদ্দিন আনসারি বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর (Barrackpore Police Commissioner Ajay Thakur) ৷ ধৃতকে দিয়ে টিআই প্যারেড করানো হবে বলে জানা গিয়েছে ৷ কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গিয়েছে ৷ এমনকী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ গুলি চলার ঘটনায় মূল অভিযুক্তদের খোঁজে এখনও তল্লাশি চলছে ৷ অন্যদিকে, এ দিন সকালে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে জগদ্দল বাজারে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে দোকান খুলতে সমস্য়া হয় ব্যবসায়ীদের ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাজার খোলার ব্যবস্থা করে বলে জানান কমিশনার অজয় ঠাকুর ৷