Road Accident : বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের - বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত পাথরচটি মোড়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের (One died in road accident in Bankura) ৷ জানা গিয়েছে, বাড়ির থেকে চা-খাওয়ার উদ্দেশ্যে সোমবার সাইকেল চালিয়ে স্থানীয় রায়বাঘিনী বাজারের দিকে যাচ্ছিলেন বিফল সর্দার (60) ৷ পথে কোতুলপুর থেকে জয়পুরের দিকে যাওয়া একটি লরি এসে ধাক্কা মারে ওই বৃদ্ধকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । স্থানীয় বাসিন্দারা খবর দেন থানায় তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ এবং মৃতদেহটিকে স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গোপালপুর পাথরচটি মোড়ে হামেশাই দুর্ঘটনা হয় । তাই রাস্তার উপর দ্রুত বাম্পার ও ব্যারিকেড বসানোর দাবি জানিয়েছেন তারা ।