Durga Puja 2022: ভারী বৃষ্টি মাথায় করে পুষ্পাঞ্জলি দিতে ভিড় মণ্ডপে - মহাষ্টমীর পুষ্পাঞ্জলি
🎬 Watch Now: Feature Video
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মহাষ্টমীর সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে (Heavy Rain in South 24 Pagarna) ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির দাপট আরও বেশি । তবে, সেই বৃষ্টির মধ্যেও পুজো মণ্ডপগুলির সামনে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে (On Mahashtami People Throng The Mandap) ৷ অঞ্জলি (Pushpanjali of Mahashtami) দিতে এ দিন সকাল থেকে মণ্ডপগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ অনেকেই জানান, করোনার কারণে গত দু’বছরে তাঁরা মনের মতো করে পুজোয় আনন্দ করতে পারেননি ৷ তাই এবার বৃষ্টি হলেও, পুজোর আনন্দ উপভোগ করতে চান ।