Nursing Job Seekers Protest : নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সিং চাকরিপ্রার্থীদের - nursing job aspirants protest in front of swasthya bhawan
🎬 Watch Now: Feature Video
চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ নার্সিং স্টাফদের(Nursing staff Demands Job) । তাঁদের দাবি তারা প্রত্যেকেই 2018, 2019, 2020 সালের পাশ করা ছাত্রী এবং তারা প্রত্যেকেই এলিজিবল । 5000 জনের ইন্টারভিউ নেওয়া হলেও তাদের মধ্যে 2000 জনের চাকরি দেওয়া হয়েছে । এদের বাদ দিয়ে 2021 সালের পাস করা নার্সদের চাকরি দেওয়া হয়েছে । ইন্টারভিউ পাস করার পরেও চাকরি দেওয়া হয়নি বলেই অভিযোগ । দ্রুত চাকরির দাবি নিয়ে সোমবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থী নার্সিং স্টাফরা । বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৷ পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি হয় এবং তাদেরকে মারধর করা হয় ৷