Vishwakarma Puja 2022: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির দোকানে নেই ভিড়, কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের - রাত পোহালেই বিশ্বকর্মা পুজো
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2022) । আর বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ির লড়াই। কিন্ত আজকের আকাশে দেখা মেলে না সেই ঘুড়িকে। বিশ্বকর্মা পুজো মানে আকাশে রঙের খেলা। তার কিছুদিন আগে থেকেই বিভিন্ন রকমের ঘুড়ি দেখা মেলে শরতের আকাশে। চারিপাশ থেকে ভেসে আসে 'ভোকাট্টা'। তবে এবারে আর সেসবের দেখা নেই (No Crowd in Kite Shops During Vishwakarma Puja)। লকডাউনে ঘুড়ির বাজার ভালো গেলেও এবার মাথায় হাত ব্যবসায়ীদের। তাই বিশ্বকর্মা পুজোর আগের দিন ঘুড়ির দোকানের সামনে দেখা মিলল না সেই পুরোনো ভিড়।