Nisith Pramanik on SSC Scam : শিক্ষক দুর্নীতি নিয়ে পরেশকে একহাত নিশীথের - Nisith Pramanik on SSC Scam
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15344531-thumbnail-3x2-nishith.jpg)
মেধা তালিকায় নীচের দিকে নাম থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরির পাইয়ে দিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ৷ এই তথ্য সামনে আসার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে একাধিক রাজনৈতিক নেতার ৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একহাত নিলেন পরেশকন্যাকে ৷ জানান, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের বিষয়ে প্রশ্ন উঠছে ৷ পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী হয়েও তিনি নিজে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ৷ তবে দেরিতে হলেও সত্য সামনে এসেছে ৷ বিচার পেয়েছেন আগামীর শিক্ষক-শিক্ষিকারা (Nisith Pramanik on SSC Scam) ৷