New Year Celebrate In Nepal: নেপালি নববর্ষকে স্বাগত পাহাড়বাসীর - 2079 সালকে স্বাগত নেপালের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15017184-942-15017184-1649934018592.jpg)
রাত পোহালেই পয়লা বৈশাখ ৷ বাঙলিদের নববর্ষ ৷ আজ 14 এপ্রিল নেপালি নববর্ষ ৷ নাচে গানে তাদের 2079 সালকে স্বাগত জানালেন নেপালি গোর্খারা ৷ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ের হাজার হাজার মানুষ তাঁদের নববর্ষকে স্বাগত জানাতে মেতে ওঠেন । এদিন নববর্ষ পালনে কালিম্পংয়ের মোটরস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । রাজনীতি ভুলে নববর্ষকে স্বাগত জানান অনিত থাপা, অজয় এডওয়ার্ড, বিমল গুরুংরা (New Year Celebrate In Nepal)।