Kali Puja 2022: 500 গ্রাম সোনা দিয়ে শ্যামা পুজোর খুঁটিপুজো - Natagarh Friends Association
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16582202-thumbnail-3x2-kalipuja.jpg)
নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (Natagarh Friends Association) 62তম বর্ষের শ্যামা পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল মহাসাড়ম্বরে । এ বছর তাদের খুঁটি পুজোতেই রেখেছে চমক ৷ যেখানে 500 গ্রাম সোনা দিয়ে তৈরি খুঁটির পুজো করা হল । সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় খুঁটি পুজোর সূচনা ৷ এরপর স্থানীয় বিশিষ্ট বর্গের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হল আজ । এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে হাজির ছিল পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী-সহ প্রাক্তন জাতীয় দলের ফুটবলার জয়দেব চক্রবর্তী, পৌর প্রতিনিধি সোমনাথ দে, মিঠু মজুমদার, টুলু রানি দাস। স্থানীয় মহিলাদের সহযোগিতায় সোনার খুঁটি নির্মাণ করে খুঁটিপুজো করা হল বলে জানান পুজো কমিটির সম্পাদক সুজিত দে ।