আবারও আগুন মুম্বইয়ের সিটি সেন্টার মলে - মুম্বই মলে আগুল
🎬 Watch Now: Feature Video
আবারও আগুন মুম্বইয়ের সিটি সেন্টার মলে ৷ গতকাল আগুন লাগে সেখানে ৷ 36 ঘণ্টা ধরে দমকল চেষ্ঠা চালাচ্ছে আগুন নেভাতে ৷ প্রথমে তা নিভে গেলেও, আজ আবারও ধোঁয়া উঠতে দেখা যায় ৷ সূত্রের খবর, 18টি দমকল সেখানে আগুন নেভানোর কাজ চালচ্ছে ৷ রয়েছে বড় বড় ট্যাঙ্কারও ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷