Midday Meal: মিড-ডে মিলের চালে পোকা, টিকটিকির মল ! বিক্ষোভ দেগঙ্গায় - শিশুদের জন্য বরাদ্দ মিড ডে মিলের রান্নার চাল আলু সহ অন্যান্য সামগ্রী অতি নিম্নমানের ব্যবহার করার অভিযোগ উঠেছে
🎬 Watch Now: Feature Video
মিড-ডে মিলের খাবার হোক কিংবা সামগ্রী, তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই নিয়ে দিনদিন বেড়েই চলেছে অভিযোগের বহর। বাড়ছে জেলায়-জেলায় বিক্ষোভ। সেই তালিকায় এবার যুক্ত হল উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার নামও (Midday Meal Food Quality is Very Bad in Deganga)। এখানে শিশুদের জন্য বরাদ্দ মিড-ডে মিলের রান্নার চাল, আলু-সহ অন্যান্য সামগ্রী অতি নিম্নমানের ব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ মিড-ডে মিলের চালে কিলবিল করছে পোকা, টিকটিকির মল। আলুও পচা এবং খাবারের অযোগ্য। যা ঘিরে শুক্রবার ক্ষোভ ছড়িয়েছে দেগঙ্গার বসনা বেনাপুর মাঠপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে। কিছুদিন আগে রান্না করা খিচুড়িতে পাওয়া গিয়েছিল পুঁয়ে সাপ অথবা কেন্নো। সেই খিচুড়ি খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনাও সাম্প্রতিক সময়ে সামনে এসেছিল। তারপরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ থেমে নেই।