ISC Result 2022: বাবার কাজ নেই, আর্থিক অনটনকে হারিয়ে আইএসসিতে দেশে তৃতীয় হুগলির মেহেলি - আইএসসিতে দেশে তৃতীয় হুগলির মেহেলি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2022, 11:08 PM IST

আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে আইএসসিতে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল হুগলির মেহেলি ঘোষ(Mehli ghosh from Hooghly is third in the country in ISC exam 2022)৷ ডানকুনি থানার রিষড়া গ্রাম পঞ্চায়েতের ভাদুয়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রী ৷ এবার আইএসসিতে প্রায় এক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 18 জন প্রথম, 58 জন দ্বিতীয় এবং 78 জন রয়েছে তৃতীয় স্থানে(ISC Result 2022)৷ হুগলির মেহেলি তৃতীয় স্থানে আছে। সে চিকিৎসক হতে চায় । গ্রামে থেকে মানুষের চিকিৎসা করাই তাঁর ইচ্ছা ৷ কিন্তু বর্তমানে তার উচ্চশিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা । বাবা কাজ হারানোর পর থেকে চরম আর্থিক অনটনের মধ্যে থেকেও এই রেজাল্ট নিঃসন্দেহে প্রশংসনীয় ৷ মেয়ের এই রেজাল্টে খুশি পরিবারও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.