thumbnail

By

Published : Jul 24, 2022, 11:08 PM IST

ETV Bharat / Videos

ISC Result 2022: বাবার কাজ নেই, আর্থিক অনটনকে হারিয়ে আইএসসিতে দেশে তৃতীয় হুগলির মেহেলি

আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে আইএসসিতে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল হুগলির মেহেলি ঘোষ(Mehli ghosh from Hooghly is third in the country in ISC exam 2022)৷ ডানকুনি থানার রিষড়া গ্রাম পঞ্চায়েতের ভাদুয়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রী ৷ এবার আইএসসিতে প্রায় এক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 18 জন প্রথম, 58 জন দ্বিতীয় এবং 78 জন রয়েছে তৃতীয় স্থানে(ISC Result 2022)৷ হুগলির মেহেলি তৃতীয় স্থানে আছে। সে চিকিৎসক হতে চায় । গ্রামে থেকে মানুষের চিকিৎসা করাই তাঁর ইচ্ছা ৷ কিন্তু বর্তমানে তার উচ্চশিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা । বাবা কাজ হারানোর পর থেকে চরম আর্থিক অনটনের মধ্যে থেকেও এই রেজাল্ট নিঃসন্দেহে প্রশংসনীয় ৷ মেয়ের এই রেজাল্টে খুশি পরিবারও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.