Pineapple Smoothie: গরমে আপনার শরীরকে তাজা রাখবে আনারস-কমলালেবুর মিক্স স্মুদি - গরমে খান আনারসের জুস
🎬 Watch Now: Feature Video
গরমের হাত থেকে শরীরকে রেহাই দিতে আনারস ও কমলালেবুর সংমিশ্রণে তৈরি এই স্মুদি আপনাকে সাহায্য করবে(Make pineapple smoothie at home learn recipe in)৷ উপকরণ হিসেবে এর মধ্যে থাকছে দই ৷ যা গরমে শরীরকে ঠান্ডা রাখবে ৷ তাই গরমে একঘেয়েমি পানীয়র স্বাদ বদলাতে আজই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই স্মুদি ৷ কীভাবে বানাবেন, তাই ভাবছেন তো ? নো চিন্তা, আপনার জন্য রইল এই মিক্সফ্রুট স্মুদির ঘরোয়া সহজ রেসিপি(Pineapple Smoothie)৷