Grilled Vegetable Sandwich : রান্না করতে ইচ্ছে নেই ? চটজলদি বানিয়ে ফেলুন গ্রিলড ভেজিটেবিল স্যান্ডউইচ - নিরামিষ জলখাবার
🎬 Watch Now: Feature Video
স্যান্ডউইচ সবসময়ের জন্যই একটি জনপ্রিয় খাবার ৷ বিভিন্নরকমভাবেই এটা বানানো যায় ৷ মাঝে মাঝে রান্না করতে ভাল না-লাগলে সকালের জলখাবার বা দুপুরে ও রাতের খাবারে বানাতেই পারেন স্যান্ডউইচ ৷ ভারতের সবচেয়ে জনপ্রিয় স্যান্ডউইচগুলির মধ্যে এটি একটি ৷ কীভাবে বানাবেন এই ভেজ স্যান্ডউইচ(Grilled Vegetable Sandwich)? আলু সেদ্ধ, পেঁয়াজ ও নানা মশলার সহযোগে খুব সহজেই এই স্যান্ডউইচ বানানো যায় ৷ তবে খাবারটি স্বাস্থ্যকর হিসেবে বানাতে চাইলে আপনি আরও শাকসবজি এতে যোগ করতে পারেন ৷ ঘরে বানানো টাটকা সবুজ চাটনি বানিয়ে এই ক্লাব স্যান্ডউইচটি পরিবেশন করলে আরও সুন্দর লাগবে ৷ তবে আর দেরি কীসের ? আজই বাড়িতে বানিয়ে ফেলুন গ্রিলড ভেজিটেবিল স্যান্ডউইচ(Make Grilled Vegetable Sandwich at Home with this Easy Recipe)৷ ভিডিয়োতে রইল বানানোর প্রক্রিয়া ৷
Last Updated : Jun 23, 2022, 5:28 PM IST