Madan Mitra on PK : বন্ধু পিকের কংগ্রেসে যোগদান ? নীরব রইলেন তৃণমূল নেতা মদন মিত্র - প্রশান্ত কিশোর
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একমাত্র বিকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, জানালেন তৃণমূল নেতা মদন মিত্র ৷ তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে ৷ এ বিষয়ে রঙিন নেতা বললেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ৷ পিকে-র পছন্দ, তিনি কোথায় যোগ দেবেন বা দেবেন না ৷ আমার পিকেকে কোনও মন্তব্য করার এক্তিয়ার নেই ৷" একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে পিকে-র অবদানের কথা স্বীকার করেছেন মদন মিত্র (Madan Mitra says poll strategist PK is a good friend of TMC) ৷