Locket slams Mamata : 'মুখ্যমন্ত্রী যেন নিজেই ব্রিজটা বানিয়েছেন', কটাক্ষ লকেটের - মুখ্যমন্ত্রীর কামারকুণ্ডু রেল ওভারব্রিজ উদ্বোধন করাকে নিয়ে সরব লকেট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15481982-thumbnail-3x2-locket.jpg)
শুক্রবার হুগলির সিঙ্গুর থেকে কামারকুণ্ডুর রেল ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket slams Mamata Banerjee over Kamarkundu Rail Bridge Inaugurates) । এছাড়াও তিনি জানান, আগামী 10 জুন কামারকুণ্ডু রেল ওভারব্রিজ ফের উদ্বোধন করা হবে। তিনি এদিন রেল ওভারব্রিজ উদ্বোধন নিয়ে বলেন, "রেল আধিকারিকরা তিন-চারবার করে আমাদের চিঠি দেন উদ্বোধনের জন্য। আমরা তারিখের জন্য সম্মতি দিয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এই ব্রিজ বন্ধ থাকবে। উদ্বোধন এই সময়ে করা যাবে না বলে অজুহাত দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এখন কাউকে কোনও কিছু না বলে উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। যেন মুখ্যমন্ত্রী নিজেই ব্রিজটা বানিয়েছেন। প্রায় 18 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। কেন্দ্র দিয়েছে প্রায় 26 কোটি টাকা। 60:40 রেসিওতে কেন্দ্র ও রাজ্যের যৌথভাবে এই রেল ওভারব্রিজে হয়েছে। এক বছর আগে এটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যখন দেখতে গিয়েছিলাম কেন বারবার করে উদ্বোধন বাতিল করে দেওয়া হয়েছে ৷"
TAGGED:
Locket slams Mamata