Ranaghat Rail Block : রানাঘাট-শিয়ালদহ লোকাল চালু করার দাবি নিয়ে বিক্ষোভ যাত্রীদের - local train commuters demand restart of ranaghat to sealdah train

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2022, 4:26 PM IST

পুনরায় একটি লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন অবরোধ করল যাত্রীরা ( Ranaghat Rail Station) । নদিয়ার রানাঘাট রেলস্টেশনের ঘটনা । জানা গিয়েছে, করোনার প্রকোপ শুরু হওয়ার আগে রানাঘাট স্টেশন থেকে সকাল 8:35 নাগাদ রানাঘাট-শিয়ালদহ ট্রেন ছাড়ত । পরে করোনার কারণে ট্রেনটি বাতিল করে দেওয়া হয় । যাত্রীদের দাবি, করোনা সংক্রমণ অনেকটা কমে লোকাল ট্রেনের টাকা গড়লেও আটটা পঁয়ত্রিশের ওই ট্রেনটি আর চালু করা হয়নি । বারবার স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা । যাত্রীদের দাবি, ওই ট্রেনটিতে রানাঘাট এলাকার প্রচুর ব্যবসায়ীরা যাতায়াত করতেন । বর্তমানে তাঁদের সমস্যায় পড়তে হয় । ট্রেনটি চালু করার দাবি নিয়ে বুধবার রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে গেলে তিনি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ । এরপরেই যাত্রীরা উত্তেজিত হয়ে ট্রেন অবরোধ করেন । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর রেল পুলিশ এবং জিআরপিএফের তত্ত্বাবধানে অবরোধ তুলে নেন তাঁরা । অবরোধকারীদের দাবি, আগামী দিনে ওই ট্রেনটি চালু না করা হলে পুনরায় তাঁরা আন্দোলনে নামবেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.