Alipurduar Leopard : আমগাছের মগডালে বসে চিতাবাঘ, আতঙ্কে ঘুম উড়ল গ্রামবাসীর - Leopard sat on Mango tree and the villagers fell asleep
🎬 Watch Now: Feature Video
আমগাছের মগডালে ঘুমোচ্ছে চিতাবাঘ । আর গাছের নিচে দাঁড়িয়ে দমকল বিভাগ, বনবিভাগ ও পুলিশ বাহিনী । গত দু'দিন ধরে চিতাবাঘের আক্রমণে ঘুম উবে গিয়েছিল জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের (Leopard sat on Mango tree and the villagers fell asleep) । চিতাবাঘের আক্রমণে একের পর এক গ্রামবাসী আহত হয়েছেন । আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া সংলগ্ন শিলবারিহাট ঘাটপার এলাকায় নিখোঁজ মানুষ খেকো চিতা বাঘের দেখা মিলল একটি আম গাছের মগডালে । এলাকায় আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় বনদফতর ও আলিপুরদুয়ার থানার পুলিশ । জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা রাবিউল মিঞাঁর বাড়ির পাশের একটি আম গাছের মগডালে বসে রয়েছে চিতা বাঘটি । দুটি ঘুমপাড়ানি গুলি করে বাগে আনা হয় চিতাবাঘটিকে । জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের এডিএফও নভজিৎ দে জানান, কয়েকদিন থেকেই একটি চিতাবাঘ আক্রমণ করছিল । চিতাবাঘটির বয়স 2 বছর । প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।