Left Front Agitation আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বামেদের , আহত একাধিক - রাজ্য শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনাদি সাহু
🎬 Watch Now: Feature Video
জেলার সিপিএমের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলির ডাকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি মোড়ে প্রথমে সভা হয়। সভা শেষে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতর অভিযান ও আইন অমান্য কর্মসূচিতে (Left Front Agitation) নেতৃত্ব দেন সর্বভারতীয় সিপিএম নেতা (CPIM Leader) সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), রাজ্য শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অনাদি সাহু, সিপিএম নেতা নিরঞ্জন সিহি, শ্রমিক নেতা হিমাংশু দাস সহ অন্যান্য নেতৃত্বগণ। কর্মসূচিতে কয়েক হাজার কর্মী নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। বামেদের এই মিছিলকে ঘিরে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। চালানো হয় জলকামান, পুলিশের টিয়ার গ্যাস। যার ফলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।