Kalijhora Landslide: ফের কালিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস - কালিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস
🎬 Watch Now: Feature Video
ভোররাতে ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস । সোমবার সকালে কালিঝোরার 10 নম্বর জাতীয় সড়কে এই ধসের ঘটনা ঘটে । যার জেরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল (Landslide Collapse on 10 National Highway) । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-প্রশাসন । জিটিএ ও প্রশাসনের তরফে দ্রুত জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু হয় । প্রথমে একমুখী যান চলাচলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় । তারপর প্রায় কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল । তবে ধসের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন রাখা হয়েছে ট্রাফিক পুলিশ ।