Wife Sits in Dharna: স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় স্ত্রী - Wife Sits in Dharna
🎬 Watch Now: Feature Video
স্ত্রী হিসেবে প্রাপ্য অধিকারের দাবিতে পাঁচ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির দরজায় ধর্নায় বসলেন এক গৃহবধূ (Wife Sits in Dharna )। বুধবার সকাল থেকেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের শ্রীহট্ট গ্ৰামে । গৃহবধূর নাম মায়া খাতুন ৷ তাঁর অভিযোগ, শ্রীহট্ট গ্ৰামের যুবক ইব্রাহিম সেখ 2017 সালে বিয়ে করেন তাঁকে । পরে তাঁদের এক সন্তান হয় । জানা গিয়েছে মতবিরোধের কারণে গত 2 বছর ধরে মায়া খাতুনকে তাঁর বাপের বাড়িতে রেখে দিয়েছেন ইব্রাহিম সেখ । অভিযোগ, এরই মাঝে আরেকটি বিয়ে করেন ইব্রাহিম ৷ স্বামীর অন্যত্র বিয়ে হয়েছে, এই খবর পেতেই পাঁচ বছরের সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে সংসারের দাবি ও ন্যায্য অধিকারের দাবিতে শ্বশুর বাড়ির দরজার সামনে ধর্নায় বসেন ময়া খাতুন ।