Bowbazar Metro Disaster: বউবাজারে ক্ষতিগ্রস্তদের থেকে শুরু আবেদনপত্র সংগ্রহ, উপস্থিত বিধায়ক নয়না - ক্ষতিপূরণের আবেদন পত্র
🎬 Watch Now: Feature Video
দুর্গা পিতুরি লেনে সকাল থেকেই ক্ষতিগ্রস্তদের ভিড় (Bowbazar Metro Disaster) । সেখানে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে'র দফতর থেকে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণের আবেদন পত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে আবেদন পত্র সংগ্রহ করলেন মদন দত্ত লেনের বাসিন্দারা। দোকান থেকে শুরু করে সোনার দোকানের ওয়ার্কশপ কর্মীরা, এমনকী স্থানীয় বাসিন্দারা এই আবেদন পত্র সংগ্রহ করছেন। আবেদনপত্র দেওয়া হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড দেখে ৷ দুপুর পর্যন্ত প্রায় 65 জনের মতো আবেদনপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে এদিন স্থানীয় চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও (Nayna Bandyopadhyay) এসেছিলেন। সেখানে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের তিনি আশ্বস্ত করেন এবং কথাও বলেন। আগামী শনিবারের মধ্যে এই আবেদন পত্র পূরণ করে জমা দিতে বলা হয়েছে বাসিন্দাদের।