Bandhan Express : কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু - কলকাতা থেকে খুলনায় রওনা
🎬 Watch Now: Feature Video
প্রায় দু'বছরেরও বেশি সময় বন্ধ ছিল কলকাতা-বাংলাদেশ ট্রেন পরিষেবা ৷ আজ, 29 মে, রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনার উদ্দেশ্যে রওনা দিল বন্ধন এক্সপ্রেস ৷ কলকাতা-খুলনা-কলকাতার এই ট্রেনটি কলকাতার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনা পৌঁছবে ৷ তারপর খুলনা থেকে কলকাতা ফিরবে ৷ এতে যাত্রীদের বাংলাদেশ সফর অনেকটাই সহজ-সরল হবে, জানালেন বন্ধন এক্সপ্রেসের যাত্রীরা ৷ প্রথম দিন 19 জন যাত্রী নিয়ে বন্ধন গেল বাংলাদেশে (India-Bangladesh passenger train service resumes today with Bandhan Express depart from Kolkata Station) ৷