Hooghly BJP: বিজেপির একজনের রক্ত ঝড়লে তৃণমূলের 10 জনের ঝড়াতে হবে, মন্তব্য বিজেপি নেতার - Hooghly BJP
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতে সভা করছে হুগলির জেলা সাংগঠনিক নেতৃত্ব । জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ-এর গলাতেও শোনা গেল হিংসার সুর (BJP Leaders Warning)। এই বৈঠকে সুরেশ সাউ বলেন, "বিজেপির একজনের রক্ত ঝড়লে, তৃণমূলের 10 জনের রক্ত ঝরাতে হবে । এক ইঞ্চি জমি ছাড়ব না । যে সব পঞ্চায়েতে তৃণমূলের পতাকা উড়ছে সেখানে বিজেপির পতাকা ওড়াতে হবে । পঞ্চায়েত দখল করতে হবে, বোর্ড গঠন করতে হবে । কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার নাম পালটে দিচ্ছে । সেই সব প্রকল্প মানুষের কাছে আমরা পৌঁছবো প্রকৃত নামে । কেন্দ্রীয় সরকার চেয়েছে পশ্চিম বাংলায় পদ্ম ফোটাবে ।"এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "সংবিধান-আইশৃঙ্খলা বিজেপির কাছে কোনও মূল্য নেই ।বিজেপির দু'নম্বর চার নম্বর নেতারা ভয়ংকর বক্তব্য রাখছে । সারা ভারতবর্ষে বিধায়ক সাংসদ কিনছে । যারা এইসব বলছে জ্ঞান নেই । বাংলায় এমন হতে দেওয়া যাবে না ৷ করতে এলে মানুষ জবাব দেবে । প্রশাসনকে বলব ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।"