বাংলায় গুন্ডাদের শাস্তি দেওয়া হলে তৃণমূলের বিদায়ের পরিস্থিতি হত না : কেশবপ্রসাদ মৌর্য - উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য
🎬 Watch Now: Feature Video
‘‘উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়া আছে ৷ তবে তাদের হয় জেলে পাঠানো হয়েছে নয় তো কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে । মমতাদি এসব জানেন না । তাঁর কোনও জনপ্রতিনিধিকে পাঠালে তিনি বুঝতে পারতেন । যে পরিস্থিতি উত্তরপ্রদেশে তৈরি করা হয়েছে সেটা যদি পশ্চিমবাংলায় করা হত তাহলে এই তৃণমূল সরকারের বিদায়ের পরিস্থিতি তৈরি হত না । এখন কিছু করলেও রেহাই পাবেন না মমতা দিদি ।’’ হুগলিতে একটি দলীয় কর্মসূচিতে এসে একথা বলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ৷ কৃষি আইনের প্রসঙ্গে তিনি বলেন,‘‘কৃষকদের স্বার্থে কৃষি আইন আনা হয়েছে । যারা কৃষি আইনের বিপক্ষে আন্দোলন করছে তারা নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।’’