Water Logging in Siliguri: টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির একাধিক এলাকা, বিপর্যস্ত জনজীবন

🎬 Watch Now: Feature Video

thumbnail
সোমবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি ৷ অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন শিলিগুড়ি পৌরনিগমের পাশাপাশি শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকা (heavy rain triggers water logging in many parts of Siliguri)। টানা বৃষ্টির ফলে একদিকে যেমন পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে, তেমনই জলমগ্ন শিলিগুড়ি শহরের একাধিক এলাকা ৷ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, খড়িবারি এবং ফুলবাড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে । শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত অশোকনগর, জ্যোতিনগর, দশরথ পল্লী, মহাকাল পল্লী, বিদ্যাচক্র কলোনি, ভক্তিনগর-সহ প্রায় 21টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে গিয়েছে । অন্যদিকে, টানা বৃষ্টিতে খড়িবাড়ির দুধগেট, প্রসাদুজোত, রামধনজোত, অধিকারী পল্লি, মাটিগাড়ার টুম্বাজ্যোত, মাটিগাড়া বাজার এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । একইভাবে ফাঁসিদেওয়া ব্লকের বড় মনিরাম, ছোট মনিরাম, মুড়িখাওয়া, তুফানিডাঙ্গি, চটহাট এলাকা জলমগ্ন হয়েছে । ফুলবাড়ি এলাকার সীতারাম, কাঞ্চনবাড়ি, সন্নাসীকাটা, হরিপুর, সাহুডাঙ্গি, পাঁচকেলগুড়ি, সিপাহিপাড়া, মমতাপাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । বৃষ্টি এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে এইসব এলাকায় । টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তা, মহানন্দা, বালাসন, মেচি, ঘিস, চেঙা নদীতে । তিস্তা ও মহানন্দাতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন । পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন ও শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে । একইভাবে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসনও ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.