Gold Biscuits Recovered : বাংলাদেশে পাচারের আগেই বিএসএফের হাতে 50 লাখ টাকার সোনার বিস্কুট - মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে পাচারের সময় 50 লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার
🎬 Watch Now: Feature Video
পাচারের আগেই উদ্ধার প্রায় 50 লাখ টাকার সোনার বিস্কুট (Gold Biscuits Recover)। মুর্শিদাবাদে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ ৷ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ খরকা বাহাদুর বিওপির জওয়ানরা বিস্কুটগুলি উদ্ধার করে । যার বাজার মূল্য 49 লক্ষ 17 হাজার 355 টাকা । পূর্ণাঙ্গ তদন্তের জন্য সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয়েছে করিমপুর কাস্টমসের হাতে । ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷
TAGGED:
Gold Biscuits Recover