Eden Gardens : কালবৈশাখীতে বিধ্বস্ত ইডেন ! ভাঙল প্রেসবক্সের কাঁচ, উড়ল মাঠের কভার - Eden Gardens
🎬 Watch Now: Feature Video
দু'বছর পরে ইডেনে ফিরছে আইপিএল । মঙ্গলবার কলকাতায় আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে । ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স ৷ প্রতিবারের মত আয়োজনে কোনও ত্রুটি রাখছে না সিএবি । প্রস্তুতি খতিয়ে দেখতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শনিবার বিকেলে ইডেনে এসেছিলেন । এসেছিলেন নগরপাল বিনীত গোয়েলও ৷ তারমধ্যেই নেমে এল বিপর্যয় ৷ ঝোড়ো হাওয়া সঙ্গে বিরাট বৃষ্টি, দুইয়ের দাপটে বিধ্বস্ত ইডেন গার্ডেন্স । প্রবল ঝড়-বৃষ্টিতে বারবার উড়ে যেতে থাকে মাঠের কভার । সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইডেনের প্রেসবক্সের । ভেঙে গিয়েছে প্রেসবক্সের কাঁচ (Glass of Eden Gardens Press box broke) ।
TAGGED:
Eden Gardens