Road Accident in Kanksa: অজয় নদে অস্থি ভাসাতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি উলটে আহত 4 - পথ দুর্ঘটনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 19, 2022, 12:19 PM IST

কাঁকসার কৃষ্ণপুরে পথ দুর্ঘটনায় আহত হলেন 4 জন (Four People Injured in A Car Accident in Kanksa Durgapur) ৷ একটি গাড়ি দ্রুত গতিতে দুর্গাপুরের শংকরপুর থেকে কৃষ্ণপুরের দিকে যাচ্ছিল ৷ গাড়িতে 7 যুবক সওয়ার ছিলেন ৷ মঙ্গলবার ভোরে শিবপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায় ৷ ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, শংকরপুর এলাকার নেপাল বাউড়ি নামে এক পৌঢ় সোমবার বিকেলে মারা যান ৷ রাতে শবদাহের পর অজয় নদে তাঁর অস্থি ভাসাতে যাচ্ছিলেন ওই 7 জন ৷ অভিযোগ, গাড়ির গতি অত্যধিক থাকায় শিবপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিড়ালকে চাপা দেয় ৷ এর পর সোজা ভাসাপুলের জলাশয়ে গিয়ে পড়ে ৷ সেখানে গাড়িটি উলটে যায় বলে জানা গিয়েছে ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে আহত অবস্থায় 4 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.